বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ এপ্রিল ২০২৪ ১২ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে রাজনৈতিক প্রতিহিংসা এবং এজেন্সির ব্যবহারের অভিযোগ তুলেছে। ভোটের আগে এবার পরপর বিরোধী নেতাদের কপ্টারে তল্লাশি, হানা। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কপ্টারে হানা দেয় আয়কর দপ্তর। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সূত্রের খবর, রবিবারের পর সোমবারেও ওই কপ্টারে অভিষেক হলদিয়া যাওয়ার আগে কপ্টার পরিদর্শনে যান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা। এসবের মাঝেই জানা গেল অভিষেকের পরেই কপ্টারে তল্লাশি চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও। সোমবার নীলগিরিতে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা তাঁর কপ্টারে তল্লাশি চালান বলে জানা গিয়েছে। জানা গিয়েছে নিজের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড়ে যাচ্ছিলেন রাহুল, সেখানে জনসভা সহ একগুচ্ছ নির্বাচনী প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। মাঝপথে কপ্টার নামে নীলগিরিতে। সেখানেই তল্লাশি চালানো হয় রাহুলের কপ্টারে।